সৈয়দ শামছুর রহমান একজন সুফি সাদক,তিনি ১৯৩১ খ্রিষ্টব্দ সালে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ৩নং দীঘা ইউনিয়নের শিরগ্রাম গ্রামে বিখ্যাত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তাহার পিতা ও একজন সুফি সাধক ছিলেন। দেশের অগনিত ভক্তবৃন্দ তাহার নিকট কোরআন হাদিসের ছবক নিতে ছুটে আসেন।